থাইল্যান্ডে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১৩, আহত ৪০

|

থাইল্যান্ডের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ১৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ৪০ জন। শুক্রবার (৫ আগস্ট) ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে দেশটির চোনবুরি প্রদেশের সত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইটস্পটে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নয়জন পুরুষ ও চারজন মহিলা। ধারণা হচ্ছে, তারা সবাই থাই নাগরিক। এ ঘটনায় কোনো বিদেশি নাগরিকের হতাহত হয়নি বলে জানায় থাই পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে থাই কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। নাইটক্লাবটির দেয়ালে ফেনা জাতীয় দাহ্য পদার্থ থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply