নাটোরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

|

নিহত রিনা রাণী শিলের বাড়িতে শোকার্ত স্বজনরা।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে পৃথক দুইটি দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলী (৬৫) ও রিনা রানী শীল (৪৫) নামে ২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সিংড়া ও লালপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত ইমান আলী সিংড়া উপজেলার ছাতুয়া গ্রামের এবং রিনা রাণী শীল লালপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী জানান, সোমবার সকাল ৭টার দিকে জমি দেখে বাড়ি ফিরছিলেন ছাতুয়া গ্রামের ইমান আলী। পথের পাশে একই গ্রামের কালাম হোসেনের হাঁসের খামারের বিদ্যুৎ সংযোগের তারে অসাবধানতাবশত স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ইমান আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

অপরদিকে, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, বেলা ১১টার দিকে লালপুরের ফুলবাড়ি গ্রামে নিজের মুরগীর খামারে বিদ্যুৎপৃষ্ট হয়ে রিনা রাণী শীল নামে এক নারীর মৃত্যু হয়েছে।

তিনি জানান, নিজের মুরগীর খামারে শেয়াল-বেজি জাতীয় প্রাণীর উপদ্রব থেকে রক্ষা পেতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন রিনা। অসাবধানতাবশত সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান তিনি।

জানা গেছে, মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাহ করার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply