ভারতের ১০ রাজ্যে এনআইএ এর অভিযান; রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার অন্তত ১০০

|

টাইমস অব ইন্ডিয়া থেকে সংগৃহীত ছবি।

ভারতের ১০ রাজ্যে চলছে জাতীয় তদন্ত সংস্থা-এনআই এর তল্লাশি অভিযান। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় কমপক্ষে ১০০ সন্দেহভাজনকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাজধানী নয়াদিল্লি ছাড়াও পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকের মতো ১০টি রাজ্যে চলছে এনআইএ’র তল্লাশি। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া(পিএফআই) এর মতো চরমপন্থী ইসলামিক সংগঠনের নেতাকর্মীরাই এ অভিযানের মূল লক্ষ্য বলে জানা গেছে।

গোয়েন্দাদের অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়েছে সংগঠনটি। এছাড়া, চরমপন্থীদের আর্থিক মদদ দেয়া এবং ধর্মান্তকরণের বহু অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আনা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উসকানি দেয়ার অভিযোগও।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২০ সালে ব্যাঙ্গালুরুর সহিংসতা এবং ২০২১ সালে আসামের উচ্ছেদ অভিযানে পিএফআই এর হাত ছিলো। তবে সব অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply