টাকার সংকট নেই, ব্যাংকে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে: কেন্দ্রীয় ব্যাংক

|

ব্যাংকে টাকার সংকট নেই। নিরাপদে রয়েছে গ্রাহকদের আমানত। বর্তমানে ১ লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ।

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সমসাময়িক বিষয় নিয়ে ডাকা এ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গ্রাহকদের গুজবে কান না দিতে আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, রফতানি ও প্রবাসী আয় বাড়ছে। আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি নাগাদ বৈদেশিক মুদ্রা বাজারে চাহিদা ও সরবরাহে ভারসাম্য তৈরি হবে। অগ্রাধিকার খাত এবং জরুরি পণ্য বিশেষ করে জ্বালানি, সার ও খাদ্য আমদানিতে ঋণপত্র খোলার ক্ষেত্রে সহায়তা করছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এ মুখপাত্র বলেন, ঋণ পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ কখনোই খেলাপি হয়নি। এক্ষেত্রে শঙ্কার কোনো কারণ নেই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply