জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

সিলেট ব্যুরো:

জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাংলাদেশ নয়; বৈশ্বিক পরিস্থিতি দায়ী। তারপরও দেশের জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আনতে কাজ করছে সরকার।

শনিবার (২৬ নভেম্বর) সিলেটে এয়ারপোর্ট-কুমারগাঁও সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন। খুব শীঘ্রই সিলেট বিমানবন্দর সড়ক চার লেনে উন্নীত হবে। এসময় সুরমা নদীর উপর কীন ব্রীজের পাশে আরও একটি সেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

এর আগে প্রায় ৭২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১২.৮ কিলোমিটারের এয়ারপোর্ট-বাদাঘাট-কুমারগাও সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রকল্পটির কাজ ২০২৪ সালের জুন মাসে শেষ হবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply