হাইভোল্টেজ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা

|

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান ধরে রাখতে হাইভোল্টেজ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে রাতে মাঠে নামছে বার্সেলোনা। শেষ ম্যাচে এস্পানিওলের বিপক্ষে হোঁচট খেয়ে খানিকটা ব্যাকফুটে রয়েছে বার্সা শিবির। অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান বাড়াতে চায় তারা। অন্যদিকে, চলতি মৌসুমে ধুঁকতে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ বিশ্বকাপ বিরতির পর ঘুরে দাঁড়িয়েছে।

নিজেদের মাঠ এস্তাদিও ওয়ান্ডা মেট্রপলিটানো স্টেডিয়ামে বার্সেলোনাকে আতিথ্য দেবে অ্যাতলেটিকো মাদ্রিদ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। দু’দলের শেষ ৫ দেখায় ২টিতে জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ, ২টি ম্যাচ ড্র এবং একটিতে জয় পেয়েছে বার্সেলোনা। তবে, শেষ ম্যাচে ৪-২ গোলের বড় ব্যবধানের জয় আত্মবিশ্বাস জোগাবে জাভি হার্নান্দেজের শীষ্যদের।

শেষ ম্যাচে লাল কার্ড দেখায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না লেফট ব্যাক জর্দি আলবা ও তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। আলবার জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে তরুণ তুর্কি বালদেকে। রবার্ট লেভানদোভস্কির জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন পাবলো তোরে। এই দুই জনের অভাব ম্যাচের মধ্যে কতটা প্রভাব ফেলে সেটা সময় বলে দেবে।

ছবি: সংগৃহীত

অন্যদিকে, দিয়োগো সিমিওনের দলে নেই কোনো ইনজুরি সমস্যা। মূল একাদশ নিয়েই ছক আঁকবেন তিনি। আক্রমণভাগে ফেলিক্স ও গ্রিজমান থাকবেন প্রধান ভূমিকায়। তাদের সঙ্গ দিতে মাঝমাঠ সামলাবেন ক্যারাস্কো, লরেন্তে, উইটসেলরা।

১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৪র্থ স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply