আড়াইহাজারে চুরির অভিযোগে শিশু নির্যাতন, মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

|

অভিযুক্ত মেয়র হালিম সিকদার।

সিনিয়র করেসপনন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদি পৌরসভার মেয়র হালিম সিকদারের মালিকাধীন একটি সাইজিং মিলের মেশিনের পার্টস চুরির অভিযোগে মাদরাসার দুই ছাত্রের চুল কেটে দেয়ার ঘটনায় মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আড়াইহাজার থানায় নির্যাতিত এক ছাত্রের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ফারুক ও দ্বীপক নামের দুইজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলদার।

মামলার সূত্রে জানা যায়, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মেয়র আব্দুল হালিম সিকদারের বাড়ির পেছনে মেশিনের যন্ত্রাংশ রাখা ছিল। এ পথে যাওয়ার সময় তিন শিশু কিছু যন্ত্রাংশ খুলে হাতে নেয়। পরে তাদেরকে আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়র নির্দেশে তাদেরকে রামচন্দ্রী বাজারে নিয়ে যাওয়া হয়। পরে, ওই তিন ছাত্রকে রশি দিয়ে বেঁধে স্থানীয় রামচন্দ্রী বাজারে অবস্থিত উৎপলের সেলুনে নিয়ে মারধর করে বেঁধে রাখা হয়। এ সময় মেয়র নিজেও ওই সেলুনে বসে সেভ করাচ্ছিলেন। এক পর্যায়ে ওই তিন ছাত্রের দুইজনের চুল কেটে দেয়া হয়।

এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার বিকেলে এ ঘটনায় বাদী হয়ে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন নির্যাতিত ছাত্র তাউছিফের বাবা রমজান। মঙ্গলবার বিকেলে মামলায় আড়াইহাজার থানায় গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদারকে হুকুমের আসামি করা হয়েছে। অপর আসামীরা হলেন-উৎপল শীল, দ্বীপক শীল ও ফারুক।

এ প্রসঙ্গে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় একটি মামলা নেয়া হয়েছে। এরইমধ্যে দুই আসামিকে গ্রেফতারও করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply