পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে, প্রতিরক্ষামন্ত্রীর দাবি

|

পাকিস্তান এখন দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী তথা পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতা খাজা আসিফ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির পাঞ্জাবের সিয়ালকোট শহরের একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এ দাবি করেন। খবর পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তার বক্তব্যে বলেন, আপনারা অনেকেই হয়তো শুনেছেন, আমরা দেউলিয়া হতে চলেছি। কিন্তু আমরা ইতোমধ্যেই দেউলিয়া দেশে বাস করছি।

এসময় দেশের নাগরিকদের নিজের পায়ে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, আইএমএফ’র কাছে পাকিস্তানের সমস্যার সমাধান নেই।

পাকিস্তানের সাবেক পিটিআই সরকারকে কটাক্ষ করে প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আড়াই বছর আগে সন্ত্রাসীদের পাকিস্তানে আনা হয়েছে। ফলে আজকে সন্ত্রাসবাদ আরও ত্বরান্বিত হয়েছে। তার দাবি, গত সাত দশকে ন্যূনতম সংবিধান ও আইনের শাসন না থাকার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply