২০২৩ বিশ্বকাপ: পাকিস্তানের ম্যাচগুলো হতে পারে বাংলাদেশে

|

ছবি: সংগৃহীত

২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু ভারত। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার ভূ-রাজনৈতিক সম্পর্ক বেশ জটিল বলে একটি সম্ভাব্য অচলাবস্থার সমাধানে এখন আইসিসিতে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক। পাকিস্তান তাদের ম্যাচগুলো বাংলাদেশে খেলতে পারবে কিনা, তা নিয়ে চলছে আলোচনা। ইএসপিএন ক্রিকইনফোর খবর।

এশিয়া কাপ পাকিস্তানেই আয়োজন নিয়ে অচলাবস্থা কাটাতে কয়েকদিন আগে ‘হাইব্রিড মডেল’ নিয়ে এসেছিল বিসিসিআই। সেই মডেলে বলা হয়, এশিয়া কাপের ম্যাচগুলো পাকিস্তানে অনুষ্ঠিত হলেও ভারতের সবক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে কোনো নিরপেক্ষ ভেন্যুতে। কারণ, ভারত খেলতে যাবে না পাকিস্তানে।

ঠিক একইভাবে, ২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত; যেখানে খেলতে যেতে চায় না পাকিস্তান। আর, সে কারণেই হাইব্রিড মডেলের প্রয়োগ করতে চাইছে পিসিবি। নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে বাংলাদেশে খেলতে চায় বলে আইসিসির বৈঠকে জানিয়েছে পাকিস্তান বোর্ড। এখন এই ইস্যুতেই চলছে আলোচনা।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটের মালিক সাকিব

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply