ফিটনেস নিশ্চিত করে আগামী তিন মাসের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশাকে রেজিস্ট্রেশন দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
এ সময় ড. তৌফিক-ই-ইলাহী বলেন, রেজিস্ট্রেশন দেয়া হলেও কোনোভাবেই মহাসড়কে চলতে পারবে না অটোরিকশা। এছাড়া সরকারি-বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানই বিদ্যুৎ বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন ড.তৌফিক ই ইলাহি চৌধুরী।
এসজেড/
Leave a reply