সেমির মহারণে রাতে মুখোমুখি হবে রিয়াল-ম্যানসিটি

|

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগের মহারণে রাতে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ বনাম ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। শুধু নামের বিচারে নয়, বর্তমানে সেরা ফর্মেও আছে দুই দল।

নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য জানাবে রিয়াল মাদ্রিদ। মাঠের শক্তিতে সিটিজেনরা কিঞ্চিৎ এগিয়ে থাকলেও ইতিহাস-ঐতিহ্যে কিন্তু রিয়ালের চেয়ে ঢের পিছিয়ে ম্যানসিটি। অবশ্য এই সেমিটা জিততে পারলে ঐতিহ্যের পথেও যাত্রা শুরু করবে পেট্টো ডলারে পুষ্ট ইংলিশ এ ক্লাবটি।

তবে এবার মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির সবচেয়ে বড় ভয় আর্লিং হাল্যান্ড। যার কথা মুখ ফুটে বারবারই বলেছেন তিনি। সেমিতে রিয়ালের বিপক্ষে পার্থক্য গড়ে দিতে পারে একমাত্র হাল্যান্ডই। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েন রুনি আবার হুমকি দিয়েও রেখেছেন। তিনি বলেন, ম্যানসিটি শুধু রিয়ালকে হারাবেই না, ধ্বংস করে দেবে।

সেমিফাইনালের প্রথম লেগের আগে ম্যানসিটিকেও পাল্টা হুমকি দিয়েছেন রিয়ালের সাবেক কোচ রাফায়েল বেনিতেজ। রোমাঞ্চকর ম্যাচটার আগে রিয়ালের সাবেক এই কোচ বলেন, আমি যখন ২০১৫ সালে রিয়ালের কোচ ছিলাম, তখন এক খেলোয়াড়কে বলতে শুনি, আমরা সেরাটা খেলবো ফেব্রুয়ারিতে (চ্যাম্পিয়নস লিগে)। ঘরোয়া লিগ ওরা অনেক জিতেছে। তাই যখন বড় টুর্নামেন্টে নামে তখন উজাড় করে দেয় নিজেদের।

এর আগের আটবারের দেখায় দুই দলেরই ফলাফল সমান। তিনটি করে ম্যাচে জয় আছে দুই দলেরই। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সাম্প্রতিক ফর্মের বিবেচনায় আজকের ম্যাচের আগে কিছুটা এগিয়ে থাকবে ম্যানচেস্টার সিটি। সর্বশেষ চারবারের দেখায় তিনবারই জয় পেয়েছে সিটিজেনরা। আবার শেষ ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গত বছর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেই সিটিজেনদের ৩-১ গোলে হারিয়েছিলো লস ব্লাঙ্কোসরা।

বিগ ম্যাচের আগে আলোচনায় একজন, আর্লিং হাল্যান্ড। চলতি চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির ২৬ গোলের ১২টি করেছেন এই নরওয়েজিয়ান তারকা। ছুটছেন এক আসরে রোনালদোর সর্বোচ্চ ১৭ গোল রেকর্ডের পেছনে। তাই গার্দিওলার তুরুপের তাস হয়ে উঠতে পারেন হাল্যান্ডই। এছাড়াও, জ্যাক গ্রিলিশ, কেভিন ডি ব্রুইনারাও মুখিয়ে থাকবেন নিজেদের যাত চেনাতে।

হাল্যান্ড যতই আলো কেড়ে নেয়ার চেষ্টা করুক, বড় ম্যাচের সব সময় আলো কেড়ে নেয়ার ক্ষেত্রে জুড়ি মেলা ভার ভিনিয়ুস জুনিয়রকে নিয়ে। এই ব্রাজিলিয়ান উইঙ্গার ধীরে ধীরে নিজেকে অপ্রতিরোধ্য হিসেবে প্রমাণ করে যাচ্ছেন। ম্যানসিটির রক্ষণে আজ আতঙ্ক ছড়াতে পারেন তিনিই।

ম্যানসিটি ক্ষুধার্থ ভালোই জানা রিয়ালের। তবে আত্মবিশ্বাসের কমতি নেই রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়নদের। কোপা দেলরের শিরোপা জয়ের সুখস্মৃতি নিয়েই নামবে লস ব্লাঙ্কোসরা।

মহারণের মঞ্চ প্রস্তুত, প্রস্তুত দুই দলের সৈনিকেরা, এখন শুধু মাঠের লড়াইয়ের অপেক্ষা।

/আরআইএম

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply