ঈদ যাত্রা: বাস, ট্রেন ও লঞ্চে নেই তিল ধারণের ঠাঁই

|

কাল পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে দলে দলে রাজধানী ছাড়ছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চ কোনোখানেই নেই তিল ধারণের ঠাঁই। যে যেভাবে পারছেন ফিরছেন বাড়ি।

ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। গত কয়েকদিনের মতো ঈদযাত্রার আজও রয়েছে শিডিউল বিপর্যয়। উত্তরবঙ্গগামী সবকটি ট্রেন প্রায় তিন থেকে পাঁচ ঘণ্টা দেরিতে ছেড়ে যাচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সময় মতো ফিরতি ট্রেন না আসা এবং অতিরিক্ত যাত্রীর চাপে ধীর গতিতে ট্রেন চলায় শিডিউলে হেরফের হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবু প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে, সব ভোগান্তি মেনেই বাড়ি ফিরছে মানুষ।

এদিকে, রেলস্টেশনের মতই নগরীর টার্মিনালগুলোতে রয়েছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ভোগান্তি উপেক্ষা করে বাসে বাড়ি যাচ্ছেন তারা। ভোরে সময়মতই ছেড়ে গেছে সবগুলো বাস। তবে বেলা বাড়ার সাথে সাথে শিডিউল বিপর্যয়ে পড়ে বাসগুলো। ফেরি পারাপারে বিলম্বের কারণে ফিরতি বাস আসতে দেরি হওয়ায় ঢাকা থেকে বাস ছাড়তে দেরি হচ্ছে বলে জানিয়েছে কাউন্টার কর্তৃপক্ষ।

একই পরিস্থিতি ছিলো সদরঘাট লঞ্চ টার্মিনালেও। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চগুলো ঢাকা ছাড়ছে।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply