ডলারের বিপরীতে ভারতীয় রুপির আরেক দফা দরপতন

|

ডলারের তুলনায় ভারতীয় রুপির মূল্য ক্রমাগত নিচের দিক যাচ্ছে। আজ রুপির মূল্য সবচেয়ে নিচে পৌঁছে গেছে। আজ এক ডলারের দাম ৭১ রুপি এসে দাঁড়িয়েছে বলে জানিয়ে এনডিটিভি।

বৃহস্পতিবারই অনেক নিচের স্তরেই বন্ধ হয়েছিল শেয়ার বাজার। তখন আমেরিকান ডলারের দাম ছিল ৭০ দশমিক ৮১ রুপি। আজ সকাল দশটা নাগাদ ভারতীয় অর্থের দাম ছিল প্রায় ৭০ দশমিক ৬৮ রুপি।

বিশেষজ্ঞদের মতানুসারে বিদেশের বাজারে অপরিশোধিত তেলের দাম অস্থির হওয়ার জন্যই ভারতীয় রুপির মূল্যের ওপর এতটা প্রভাব পড়ছে।

আনন্দ রাঠী শেয়ার এবং স্টক ব্রোকার্সের গবেষক ঋষভ মারু জানিয়েছেন, ”মাসের শেষে আমেরিকান ডলারের চাহিদা এবং অপরিশোধিত তেলের মূল্য অস্থির হওয়ার জন্যই রুপি মূল্য হ্রাস্ব পাচ্ছে।”

আর্থিক মামলার সচিব সুভাষ চন্দ্র গর্গ বলছেন রুপির মূল্য এতটা হ্রাস্ব পাওয়ার সবচেয়ে বড়ো কারণ হল ‘বাহ্যিক সমস্যা’। তিনি বলেছেন, যতক্ষন অন্য মুদ্রার অনুরূপ ঘরোয়া রুপির দাম হ্রাস্ব পায়, ততক্ষণ চিন্তার কোনো কারণ থাকে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply