বিশ্বকাপ হাতে শচীন টেন্ডুলকার

|

ছবি: সংগৃহীত

১২ বছর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ছুঁয়েছিলেন ক্রিকেটের ‘মাস্টার ব্লাস্টার’ খ্যাত শচীন টেন্ডুলকার। ক্রিকেট মাঠে আরও একবার বিশ্বকাপ হাতে শচীন। তবে এবার ক্রিকেটার হিসেবে নয়, আইসিসির ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ হিসেবে এলেন তিনি। বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের মালিকের হাতেই বিশ্বকাপের ট্রফি এল মাঠে।

২০২৩ সালের বিশ্বকাপের ‘গ্লোবাল অ্যাম্বাসাডর’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে ঢুকলেন শচীন। সেই ট্রফি নিয়ে রাখলেন পোডিয়ামে। তার সামনে তখন দাঁড়িয়ে একসময়ের সতীর্থ জাভাগল শ্রীনাথ। তিনি এখন আইসিসি-র ম্যাচ রেফারির দায়িত্বে আছেন।

উল্লেখ্য, শচীনের সঙ্গে এবারের বিশ্বকাপে অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন সাবেক আরও ৯ ক্রিকেটার। তারা হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন, নিউজিল্যান্ডের রস টেইলর, ভারতের সুরেশ রায়না ও নারী দলের সাবেক অধিনায়ক মিতালি রাজ এবং পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply