রাজনৈতিক দলের অস্তিত্ব নির্বাচনে অংশগ্রহণের ওপর নির্ভর করে: ভারতের সিইসি

|

ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার। ফাইল ছবি।

যেকোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নির্বাচনে অংশগ্রহণের ওপর নির্ভর করে বলে মনে করেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার। সোমবার বিকেলে নয়াদিল্লির নির্বাচন কমিশন কাযালয়ে সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

রাজিব কুমার বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ যেমন গণতন্ত্রকে গভীরতা দেয়, তেমনই দলের অস্তিত্বও এর উপর নির্ভর করে। ফলে ভারতে দলগুলো নির্বাচনে অংশ নিতে সব সময়ই আগ্রহী।

বাংলাদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজিব কুমার বলেন, ভারতে ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত ভোটগ্রহণের হার থাকে। কোথাও কোথাও বেশিও হয়। ভারতের প্রধান নির্বাচন কমিশনার মনে করেন, নির্বাচনের গ্রহণযোগ্যতার অন্যতম নিয়ামক হলো পারস্পরিক আস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply