সাইবার নিরাপত্তা শক্তিশালী হলেও ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে: পলক

|

দেশের সাইবার নিরাপত্তাব্যবস্থা আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। কিন্তু প্রতিনিয়ত সাইবার আক্রমণের ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীতে ‘বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বেশিরভাগ সাইবার আক্রমণ দেশের বাহিরে থেকে পরিচালিত হচ্ছে। তাই শক্তিশালী নিরাপত্তা ব্যুহ গড়ে তুলতে আন্তঃদেশীয় সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করা প্রয়োজন।

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট ও প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট সতর্কভাবে ব্যবহার করতে হবে। আইসিটি মন্ত্রণালয় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

সাইবার খাতে সচেতনতা তৈরিতে বিশেষ অবদান রাখায় এক ব্যাক্তি ও পাঁচ প্রতিষ্ঠানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply