২৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ করলো স্পেস এক্স

|

স্যাটেলাইট উৎক্ষেপণের একটি দৃশ্য। ছবি: স্পেস এক্স।

২৩টি স্টারলিংক ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইলন মাস্কের স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন (স্পেস এক্স)। রোববার (২৮ জানুয়ারি) একটি ফ্যালকন নাইন রকেট থেকে পাঠানো হয় স্যাটেলাইটগুলো। এক প্রতিবেদনে মহাকাশ সংস্থা স্পেস এক্স ওয়েবসাইট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রকেটটি উৎক্ষেপণ করা হয় ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে। সোমবার, আরও একটি ফ্যালকন নাইন রকেট নিক্ষেপ করার কথা রয়েছে প্রতিষ্ঠানটির। ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেইস ফোর্স বেইস থেকে করা হবে উৎক্ষেপণ।

পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে আরও ২২টি স্টারলিংক স্যাটেলাইট। এরইমধ্যে, ৮ বার মহাকাশে স্যাটেলাইট পাঠালো স্পেইস এক্স। চলতি বছর প্রায় দেড়শো অরবিটাল মিশন রয়েছে প্রতিষ্ঠানটির।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply