হাঁটুর চোটে ‘তিন সপ্তাহের’ জন্য ছিটকে গেলেন মোরাতা

|

ছবি: সংগৃহীত

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে অ্যাটলেটিকো মাদ্রিদ শিবিরে বড় ধাক্কা। হাঁটুর চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন চলতি মৌসুমে এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ গোলদাতা আলভারো মোরাতা।

লা লিগায় শনিবার সেভিয়ার বিপক্ষে ম্যাচে চোট পান মোরাতা। পরদিন ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমের সূত্রমতে, ২ থেকে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ৩১ বছর বয়সী এই স্প্যানিশ তারকাকে।

আগামী শনিবার, লা লিগায় ঘরের মাঠে লাস পালমাসের মুখোমুখি হবে অ্যাটলেটিকো। এরপর মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইন্টার মিলানের মাঠে খেলবে দিয়েগো সিমেওনের দল। তাইতো, মোরাতার ইনজুরি চিন্তার ভাঁজ ফেলেছে অ্যাটলেটিকোর কপালে। এই মৌসুমে, অ্যাটলেটিকোর হয়ে ৩৩ ম্যাচে ১৯ গোল করেছেন মোরাতা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply