ফ্রান্সে পার্লামেন্টারি নির্বাচনের প্রথম ধাপ চলছে

|

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। রোববার (৩০ জুন) স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় ভোটাভুটি। এর আগে, শনিবার ভোটাধিকার প্রয়োগ করেন বিভিন্ন দেশে বসবাসরত ফরাসিরা। খবর বার্তা সংস্থা এপির।

সাধারণত প্রেসিডেন্ট নির্বাচনের পর অনুষ্ঠিত হয় ফ্রান্সের জাতীয় নির্বাচন। তবে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে ভরাডুবির পর পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরন।

বিভিন্ন জনমত জরিপ বলছে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে ম্যারি ল্যু পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালি। জরিপ সত্যি হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার দেশটির সরকার গঠন করবে কট্টর ডানপন্থীরা।

উল্লেখ্য, ফ্রান্সের জাতীয় পরিষদে আসন সংখ্যা ৫৭৭। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ২৮৯ আসন। আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোটাভুটি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply