ভাতা বাড়বে মুক্তিযোদ্ধাদের

|

২০১৯-২০ অর্থবছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সুখবর থাকছে। মাসের সম্মানী দুই হাজার টাকা বাড়িয়ে ১২ হাজার টাকা করা হচ্ছে। প্রস্তাবিত নতুন বাজেট বক্তব্যে আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।

এ ছাড়া তাদের উৎসব ভাতা হিসেবে ১০ হাজার টাকা, নববর্ষ ভাতা হিসেবে দুই হাজার টাকা এবং বিজয় দিবস ভাতা পাঁচ হাজার টাকা করার সিদ্ধান্ত অপরিবর্তীত রাখা হচ্ছে প্রস্তাবিত বাজেটে। এতে সরকারের অতিরিক্ত প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বর্তমানে দেশে প্রায় দুই লাখ মুক্তিযোদ্ধা রয়েছেন। তাঁরা মাসিক সম্মানী ভাতা হিসেবে নগদ ১০ হাজার টাকা করে পান। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠন মাসিক এ সম্মানী ভাতা ৩৫ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছে। সর্বশেষ গত রবিবার ‘জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন এ দাবি জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply