চট্টগ্রামে আরও ৫ জনের করোনা শনাক্ত

|

বাংলাদেশে 'ভিআইপিদের' করোনা চিকিৎসায় আলাদা হাসপাতাল

চট্টগ্রামে নতুন করে আরও ৫ জনের নমুনায় করোনাভাইরাসের (কোভিড-১৯) জীবাণু পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত করোনা মিলেছে ৩২ জনের নমুনায়। এর বাইরে নোয়াখালী জেলার একজনের নমুনায় শনাক্ত হয়েছে ভাইরাসটি।

বুধবার রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-বিআইটিআইডিতে ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ছয়জনের নমুনায় মিলেছে করোনা। নতুন করে শনাক্তদের মধ্যে পাঁচজন চট্টগ্রামের ও একজন নোয়াখালীর।

এর মধ্যে আনোয়ারায় একজন, পটিয়ায় একজন ও নগরীর দামপাড়ায় দুইজন পুলিশ সদস্যের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এর বাইরে নগরীর বন্দর থানার নিমতলা এলাকার ৩০ বছর বয়সী এক মৃত নারী ও নোয়াখালী সেনবাগের ৩০ বছর বয়সী অপর এক মৃত ব্যক্তির নমুনাতেও মিলেছে করোনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply