ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিলেটে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

|

জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর ও অবমাননা এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)।

বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দেড় ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে সিলেটের সকল টেলিভিশন সাংবাদিক অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বঙ্গবন্ধু বা বাঘা যতীনের ভাস্কর ভাঙচুর শুধু একটি ঘটনা নয়, বাঙালি ও বাংলাদেশের অস্তিত্বের মূল ভিত্তিকে নাড়িয়ে দেওয়া। এই আস্পর্ধাকে প্রশ্রয় দেওয়ার মত বোকামি করবে না বাঙালি। বঙ্গবন্ধুকে অবমাননাকারী এবং ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।

ইমজা সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরসহ অন্যরা বক্তব্য রাখেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply