অপরাধ-খেলাধুলা, কেটে নেয়া হলো শিশুর আঙ্গুল!

|

হাওর রক্ষা বাঁধে খেলাধুলা করায় ৭ বছরের শিশুর আঙ্গুল কেটে নেয়া হলো! এমন বর্বর কাজ করেছেন সুনামগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি (পিআইসি) আবদুল অদুদ। আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন নির্যাতনের শিকার শিশু ইয়াহিন।

শনিবার সন্ধ্যায় তাহিরপুরের মহালিয়া হাওরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুলেমানপুর গ্রামের শাহনুর মিয়ার ছেলে ইয়াহিন বন্ধুদের সাথে নির্মাণাধীন বাঁধের ওপর খেলা করছিল। এসময় হাওরের বাঁধের নির্মাণের দ্বায়িত্বে থাকা পিআইসির সভাপতি আবদুল অদুদ শিশু ইয়াহিনকে সেখানে খেলতে নিষেধ করেন। শিশুটি না শুনলে তাকে মারধর শুরু করেন আব্দুল অদুদ। একপর্যায়ে ধান কাঁটার কাঁচি দিয়ে শিশুটির হাতের ৩টি আঙ্গুল কেটে দেন এই পাষণ্ড।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহত অবস্থায় শিশু ইয়াহিনকে সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণে আছে সে। আব্দুল অদুদকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

যমুনা অনলাইন: আরএ/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply