ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলে হেরেছে বার্সা

|

স্প্যানিশ লিগে ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে টেবিল টপার বার্সেলোনা। মেসি- গ্রিজম্যান জুটি বাঁচাতে পারেনি অতিথিদের হার।

এস্তাদিও ডি মাস্তেলাতে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ভ্যালেন্সিয়া। ম্যাচের ১১ তম মিনিটে জেরার্ড পিকের ব্যাক ট্যাকেলে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। কিন্তু সে দফায় বার্সা গোলরক্ষক স্টেগানের দক্ষতায় এগিয়ে যাওয়া হয়নি ভ্যালেন্সিয়ার।

প্রথমার্ধ গোলশুন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৪৮তম মিনিটে ভ্যালেন্সিয়া ফরওয়ার্ড গোমেজের শট জর্ডি আলবার গায়ে লেগে জালে জড়ালে ১-০ গোলের লিড নেয় ভ্যালেন্সিয়া। এরপর ৭৭তম মিনিটে ফেরান টরেসের এসিস্টে ২য় বারের মত বল জালে জড়ান ওই গোমেজই। গোল পরিশোধে মরিয়া বার্সেলোনা এরপর আর গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি , ফলে ০-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সাকে। এই হারের ফলেও ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা , অন্যদিকে সমান ২১ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছে ভ্যালেন্সিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply