টিকার বাজারে মডার্না সবচেয়ে দামি

|

করোনাকালীন এই সময়ে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আলোচিত বিষয় টিকার প্রাপ্যতা। গত দেড় বছরের বেশি সময়ে বাজারে চলে এসেছে বেশ কিছু টিকা। তবে হিসেব বলছে এখন পর্যন্ত বাজারে যত টিকা রয়েছে তন্মধ্যে সবথেকে বেশি দাম যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা।

সারাবিশ্বে বাজারভেদেও টিকাগুলোর দামে ব্যাপক ভিন্নতা দেখা যাচ্ছে। এসব টিকার মূল্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, বাজারে প্রচলিত কোভিডের টিকাগুলোর মধ্যে মডার্না, ফাইজার-বায়োএনটেক, নোভাভ্যাক্স ও চীনের সিনোভ্যাক বায়োটেকনোলজি উদ্ভাবিত টিকার দাম তুলনামূলক বেশি।

অন্যদিকে ভারতে বায়োটেক ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা বিক্রি হচ্ছে সবচেয়ে কম দামে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে রফতানিকালীন চুক্তির শর্তের বৈচিত্র্যের কারণে গন্তব্যস্থলভেদেও টিকার মূল্যে ভিন্নতা দেখা যাচ্ছে। এছাড়া অনেক সময় পরিস্থিতির কারণেও টিকার মূল্যে ওঠানামা দেখা যাচ্ছে।

বাজারে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রভিত্তিক মডার্না ইনকরপোরেটের টিকার দামই সবচেয়ে বেশি। সাধারণ রেফ্রিজারেটরের তাপমাত্রায় (৩৬-৪৬) ডিগ্রি ফারেনহাইট বা আড়াই থেকে সাড়ে সাত ডিগ্রি সেলসিয়াসে ৩০ দিন সংরক্ষণযোগ্য এই টিকাটি।

বলা হচ্ছে কার্যকারিতার দিক থেকেও টিকাটি বেশ এগিয়ে। গবেষণাগারের তথ্য বলছে, নভেল করোনাভাইরাসের ব্রিটিশ, দক্ষিণ আফ্রিকান ও লাতিন আমেরিকান ধরণ প্রতিরোধে টিকাটি বেশ কার্যকর। প্রয়োগভিত্তিক পরীক্ষায় টিকাটির কার্যকারিতা পাওয়া গিয়েছে ৯৫ শতাংশ। এছাড়া টিকাটি আক্রান্তদের হাসপাতালে ভর্তি ও মৃত্যু শতভাগ রোধ করতে সক্ষম। টিকাটির দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হয় প্রথম ডোজ প্রয়োগের ২৮ দিনের মাথায়।

সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত করোনাভ্যাক টিকার দামে স্থানভেদে ব্যাপক ওঠানামা করতে দেখা গিয়েছে। বিভিন্ন মাধ্যমের তথ্য অনুযায়ী, শুরুর দিকে চীনে টিকাটির প্রতি ডোজের দাম ৬০ ডলার ধরা হয়েছিল। তবে পরবর্তী সময়ে তা কমিয়ে আনা হয়। বর্তমানে আন্তর্জাতিক বাজারে সিনোভ্যাকের টিকার ডোজপ্রতি গড় মূল্য প্রায় ১৪ ডলার। বিভিন্ন স্থানে প্রয়োগমূলক পরীক্ষা চালিয়ে টিকাটির কার্যকারিতা পাওয়া গিয়েছে বিভিন্ন মাত্রায়।

এক্ষেত্রে টিকাটির ৫০ দশমিক ৩৮ থেকে ৯১ দশমিক ২৫ শতাংশ কার্যকারিতার প্রমাণ পাওয়া গিয়েছে। ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত টিকার কার্যকারিতা পাওয়া গিয়েছে ৯৫ শতাংশ। তবে এজন্য টিকাটিকে বিশেষায়িত ফ্রিজারে মাইনাস ৯৪ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সংরক্ষণ করতে মা। এ টিকাটিও দুটি ভিন্ন ডোজে গ্রহণ করতে হবে।

সূত্র: রয়টার, দ্যা ফিন্যান্সিয়াল টাইমস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply