অ্যাশওয়েল প্রিন্স ও রঙ্গনা হেরাথকে ব্যাটিং- বোলিং কোচ হিসেবে পেল বাংলাদেশ

|

দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্সকে জিম্বাবুয়ে সফরের জন্য ব্যাটিং ও শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

ব্যাটিং কোচ জন লুইস আর বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির স্থলাভিষিক্ত খুঁজতে মোটামুটি গলদঘর্ম বিসিবি। স্পিন কোচ রঙ্গনা হেরাথের চাওয়া পারিশ্রমিকের বড় অংকও খবর হয়েছে গণমাধ্যমে। এবার এই শ্রীলঙ্কানকে স্পিন কোচ হিসেবে ঘোষণা দিয়েছে বিসিবি, তার সাথে চুক্তি হয়েছে অক্টোবরের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত।

অন্যদিকে ব্যাটিং কোচ হিসেবে বিসিবি যাকে নিয়োগ দিচ্ছে সেই অ্যাশওয়েল প্রিন্সের সাথে চুক্তিটা আরও ছোট। জিম্বাবুয়ে সফরের পর মূল্যায়ন করা হবে সাবেক এই বাঁহাতি দক্ষিণ আফ্রিকান ব্যাটারের চুক্তি।

হেরাথ ও প্রিন্স যে টাইগারদের ব্যাটিং ও বোলিং এর দায়িত্ব নেবেন তা নিশ্চিত করা গেলেও তাদের পারিশ্রমিক সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply