লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো সৌদি

|

ছবি: সংগৃহীত

ইয়েমেন ইস্যুতে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো সৌদি আরব।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি মন্তব্য করেন, ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আগ্রাসন চালাচ্ছে। আত্মরক্ষার স্বার্থেই হুতি বিদ্রোহীরা হামলা চালাচ্ছে বলেও জানান তিনি।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে সৌদি আরব। এ ধরনের মন্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে রিয়াদের রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেয়া হয়। বৈরুত থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর পাশাপাশি লেবানন থেকে সব ধরনের পণ্যের আমদানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply