খেলার মধ্যে শ্বাসকষ্ট, হাসপাতালে সার্জিও অ্যাগুয়েরো

|

ম্যাচ চলাকালিন হৃদরোগে আক্রান্ত হওয়ার শঙ্কা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো।

ইনজুরি থেকে সুস্থ হয়ে প্রথমবার বার্সেলোনার মূল একাদশে গতকাল সুযোগ পেয়েছিলেন সার্জিও অ্যাগুয়েরো। কিন্তু মাঠে ৪০ মিনিটের বেশি স্থায়ী হতে পারেননি তিনি। আলাভেসের বিপক্ষে ম্যাচের ৩৮ মিনিটে মাঠে পড়ে যান আগুয়েরো। এমন সময় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। সাথে সাথে তাকে তুলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর তার বদলি মাঠে নামান বার্সা কোচ।

বার্সেলোনা আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, বুকের পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাকে নেয়া হয় হাসপাতালে। তবে দুশ্চিন্তার কিছু নেই এখন সুস্থ আছেন এই আর্জেন্টাইন তারকা ফুটবলার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply