সিলেটে চিকিৎসাধীন জঙ্গি নেতার মৃত্যু

|

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি নেতা মাওলানা শেখ আব্দুস সালাম মারা গেছেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা হত্যা ও বিস্ফোরক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হরকাতুল জিহাদ নেতা মাওলানা শেখ আব্দুস সালাম মারা গেছেন।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালামের মৃত্যু হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, ৪ নভেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ (হুজি) নেতা বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। ডায়বেটিস নীল হওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply