তামিমের ১৬২, উইন্ডিজ একাদশের বিপক্ষে ৩১০ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের

|

তামিম ইকবাল। ফাইল ছবি।

তিন দিনের প্রস্তুতিমূলক টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ‌ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে ৭ উইকেটে ৩১০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। টাইগারদের হয়ে তামিম ইকবাল করেছেন অপরাজিত ১৬২ রান।

অ্যান্টিগায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রথম দিনের শুরুতেই ০ রানে ফেরেন মাহমুদুল হাসান জয়। ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি সদ্যই অধিনায়কত্ব ছাড়া মুমিনুল হক। তিনিও ফেরেন কোনো রান যোগ না করেই। তবে তামিমকে নিয়ে ১৪০ রানের গুটি গড়ে প্রতিরোধ গড়েন নাজমুল হোসাইন শান্ত। ৫৪ রান করে ফেরেন শান্ত।

তবে, নিজের সেঞ্চুরি তুলে নিয়ে তামিম প্রথম দিন অপরাজিত থাকেন ১৪০ রানে। যদিও লিটন দাস ৪, ইয়াসির আলী ১১ আর ৭ রান করা মিরাজের ব্যাটিং অনুশীলন ভালো হয়নি।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য উইন্ডিজের স্কোয়াড ঘোষণা

প্রসঙ্গত, আগামী ১৬ জুন প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। মোট দুইটি টেস্ট খেলা হবে এই সিরিজে। টেস্টের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচেরও খেলা হবে দুই দলের মধ্যে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply