যবিপ্রবিতে বিষ প্রয়োগ করে বেওয়ারিশ কুকুর হত্যা, প্রাণী অধিকারকর্মীদের প্রতিবাদ

|

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

বিষ প্রয়োগ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮টি বেওয়ারিশ কুকুর হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে। বিশ্ব প্রাণী দিবস উপলক্ষ্যে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যশোর শাখা মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে।

শাখা সংগঠনের সভাপতি আলিনুর রহমানের নেতৃত্বে সংগঠনের সদস্যরাসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা বলেন, প্রাণী নিধনের বিষয়ে সরকারি আইন থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তার তোয়াক্কা করেনি। তারা নির্মমভাবে ১৮টি কুকুরকে বিষ খাইয়ে হত্যা করেছে। এই ঘটনাকে অমানবিক এবং জঘণ্য বলে আখ্যা দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তার প্রশাসন হবে বিশ্বমানের ও মানবিক। অথচ তারা কুকুর হত্যার মধ্য দিয়ে অমানবিকতার নজির স্থাপন করেছেন। মানববন্ধন থেকে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, কুকুর নিধন কারা করেছে তা নিশ্চিত নন তিনি। এ ব্যাপারে কেউ তার কাছে অনুমতিও নেয়নি। বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপাচার্য।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply