পদ্মা সেতুতে হলো বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

|

বিশ্বকাপ শুরুর আগে প্রতিবারই বিশ্ব ভ্রমণে বের হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ট্রফি। তারই অংশ হিসেবে মহাকাশ থেকে শুরু হয়েছে এবারের ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর। বাংলাদেশে গতকাল রোববার (৬ আগস্ট) মধ্যরাতে এসেছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। সোমবার (৭ আগস্ট) পদ্মা সেতুতে ফটোসেশনের মধ্যদিয়ে শুরু হয়েছে বাংলাদেশে আইসিসি ট্রফির ৩ দিনের ট্যুর।

সোমবার (৭ আগস্ট) বিকাল ৩টার দিকে হেলিকপ্টারে করে আইসিসি বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের পদ্মা সেতু প্রকল্পের ১ নম্বর সার্ভিস এরিয়াতে নেয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে বিকাল সাড়ে ৪টার দিকে ট্রফি নিয়ে আসা হয় পদ্মা সেতুর ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায়।

সেখানে প্রমত্তা পদ্মার তীরে স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে চলে বিশ্বকাপ ট্রফির অফিশিয়াল ফটোসেশন। এসময় আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বিরাজ করছিল উৎসবের আমেজ।

এরপর মঙ্গলবার ( ৮ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জাতীয় দল, নারী জাতীয় দল, সাবেক-বর্তমান ক্রিকেটার, ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজক ও মিডিয়ার জন্য উন্মুক্ত থাকবে ট্রফি।

৯ আগস্ট রাজধানীর একটি শপিংমলে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ জনগণ দেখার সুযোগ পাবে বিশ্বকাপের ট্রফি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply