প্রকাশ্যে কোরআন পোড়ানোর বিরুদ্ধে আইন প্রণয়নের উদ্যোগ ডেনমার্কে

|

প্রকাশ্যে কোরআন পোড়ানোর বিরুদ্ধে নতুন আইন প্রণয়নের প্রস্তাব করেছে ডেনমার্ক সরকার। শুক্রবার (২৫ আগস্ট) পার্লামেন্টে এ প্রস্তাব আনা হয়। খবর দ্য গার্ডিয়ানের।

মূলত প্রকাশ্যে কোরআন পোড়ানো নিয়ে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়ার জেরে এ উদ্যোগ নিয়েছে নর্ডিক দেশটি। সরকারের দাবি, এসব কর্মকাণ্ডের জেরে ডেনমার্কের ক্ষতি হয়েছে এবং দেশটির নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

প্রস্তাবিত আইনে কোরআন বা বাইবেল নিয়ে অসদাচরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। দু’বছর পর্যন্ত জেল ও জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। ডেনমার্ক আইন প্রণয়নের উদ্যোগ নিলেও এ বিষয়ে এখনও কোনো পদক্ষেপের পরিকল্পনা নেই সুইডেনের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply