এবার সূর্যের কক্ষপথে নভোযান পাঠালো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা

|

ছবি- সংগৃহীত

চন্দ্র জয়ের পর এবার সূর্যের উদ্দেশে নভোযান পাঠালো ভারত। ইতোমধ্যে পাড়ি দিয়েছে দেশটির মহাকাশযান আদিত্য-এল ওয়ান। শনিবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে দক্ষিণাঞ্চলীয় রাজ্য শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে সূর্যের কক্ষপথের উদ্দেশে যাত্রা করে আদিত্য-এল ওয়ান। খবর এনডিটিভির।

সবকিছু ঠিক থাকলে আগামী চার মাসের মধ্যে এটি সূর্যের কক্ষপথে পৌঁছাবে বলে আশা করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

ইসরো জানিয়েছে, উৎক্ষেপণের পর প্রায় ১৬ দিন পৃথিবীর চারিদিকে ঘুরবে আদিত্য-এল ওয়ান। এই ১৬ দিনে সূর্যের দিকে পাড়ি দেয়ার জন্য পাঁচটি ধাপে গতিবেগ বাড়াবে আদিত্য। এরপর, ১১০ দিন সূর্যের অভিমুখে যাত্রা করে একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করবে সেটি। এই ল্যাগরেঞ্জ পয়েন্টে সূর্য ও পৃথিবীর আকর্ষণ এবং বিকর্ষণ বল একসঙ্গে ক্রিয়াশীল। ফলে এই অঞ্চলে পৌঁছে কৃত্রিম উপগ্রহ স্থির থাকতে পারে।

তবে, ধাপে ধাপে গতিবেগ বাড়াবে নভোযানটি। কক্ষপথে পৌঁছানোর পর একটি নির্দিষ্ট দূরত্ব থেকে নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করবে সেটি। মহাকাশের পরিবেশ ও আবহাওয়া এবং তার ওপর সূর্যের কী প্রভাব পড়ে সে সব জানার চেষ্টা করবে ভারতের এই নভোযান। উল্লেখ্য, আদিত্য-এল ওয়ান ভারত থেকে সূর্যের দিকে পাঠানো প্রথম মহাকাশযান।

/এআই/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply