সাকিবদের বিশ্বকাপ সাফল্য কামনা করে ‌‌‌‌আর্চের ‘বাঘের গর্জন’ ‌

|


বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাঘের নাম। ক্রিকেট দলের নানা সাফল্যে উপমা হিসেবে ব্যবহার হতে দেখা যায়- ‘বাঘ’, ‘টাইগার’ শব্দগুলো। তাইতো ‘বাঘের গর্জন’ নামের একটি গান তৈরি করে বাংলাদেশ ক্রিকেট টিমের বিশ্বকাপ মিশনের প্রতি শুভকামনা জানিয়েছে আর্চ ব্যান্ড। তাদের আশা, এই গানটি উদ্বুদ্ধ করবে টাইগারদের।

২০১২ থেকে আমাদের যাত্রা শুরু করেছে মেটাল জনরার এই ব্যান্ডটি। সদস্যরা জানান, অনেক আগে থেকে আমাদের একটা স্বপ্ন ছিল, বাংলাদেশ ক্রিকেট টিমকে কিছু উপহার দেওয়ার। সামনে আমাদের প্রথম এলবামের গান রিলিজ হতে যাচ্ছে। এর পাশাপাশি এ বছরের জুন মাস থেকে বিশ্বকাপ নিয়ে একটি গান করার প্রস্তুতি নিয়েছি, অবশেষে আমাদের স্বপ্ন আজ পূরণ হলো।

রক ধাঁচের গান ‘বাঘের গর্জন’ টাইগার ফ্যানদের পাশাপাশি সঙ্গীতপ্রেমীদেরও ভালো লাগবে এমনটাই প্রত্যাশা ‘আর্চ’র।

এক নজরে ‘আর্চ’ ব্যান্ডের ‘বাঘের গর্জন’
ভোকাল-মাসুম
গিটার- শিশির ও শিহান
বেজ- তাজবী
ড্রামস-মাসফি
অডিও মিক্সড মাস্টারিং- এপোজি প্রোডাকশন
সিনেমাটোগ্রাফার- ওয়াহিদ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply