আটলান্টিক মহাসাগর থেকে ৫৩ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

|

আটলান্টিক মহাসাগর থেকে ৫৩ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার তাদের উদ্ধার করে স্পেনের কোস্টগার্ড। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির গ্রান ক্যানারির একটি বন্দরে রাখা হয়েছে এই অভিবাসন প্রত্যাশীদের। কোস্টগার্ড জানায়, দ্বীপ থেকে চার মাইল দূরের এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এরমধ্যে ৫০ জনই পুরষ আর তিনজন নারী। আহত দুই অভিবাসন প্রত্যাশীকে নেয়া হয়েছে হাসপাতালে।

স্পেন সরকার জানায়, ঝুঁকিপূর্ণ সাগরপথে স্পেন যাওয়ার প্রবণতা আশঙ্কাজনভাবে বাড়ছে। চলতি মাসে গতবছরের একই সময়ের তুলনায় চারগুণ বেশি মানুষ নৌকায় চড়ে স্পেন যাওয়ার চেষ্টা করেছেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply