ব্যাংকে লেনদেনে নতুন সময়, ‘রেড জোনে’ শাখা বন্ধ

|

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত রেড জোন এলাকায় সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সংশ্লিষ্ট প্রশাসন ব্যাংক খোলা রাখতে বললে সীমিত জনবল নিয়ে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের জন্য খোলা রাখা যাবে। এবং ব্যাংকের আনুষঙ্গিক অন্যান্য কাজের জন্য দুপুর দেড়টা পর্যন্ত খোলা রাখা যাবে। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রেড জোন’ ঘোষিত এলাকায় ব্যাংকের প্রধান কার্যালয় এবং প্রধান শাখার কার্যক্রম সকাল ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত খোলা রাখতে হবে।

মতিঝিল, দিলকুশা, ঢাকা, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এলাকার ব্যাংকগুলোতে (রেডজোন ঘোষণা হলে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে। আনুষঙ্গিক অন্যান্য কাজ করা যাবে ৩টা পর্যন্ত।

এছাড়া ইয়োলো ও গ্রিন জোনে থাকা ব্যাংকের শাখা সমূহ সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত লেনদেনের জন্য খোলা থাকবে। লেনদেন পরবর্তী ব্যাং‌কের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাং‌কের শাখা ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply