টেকনাফে বিজিবির অভিযানে ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ১.০৫৫৮ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা এবং ১৪২ ক্যান বিয়ার জব্দ করেছে বিজিবি।

সোমবার (২৫ এপ্রিল) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপির বিশেষ টহলদল জিন্নাহ খাল সংলগ্ন নাফ নদীর তীরে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।

টেকনাফ ব্যাটালিয়নের লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আনুমানিক ভোর ৪টায় টহলদল উক্ত এলাকায় কেওড়া বাগানের ভিতরে কতিপয় ব্যক্তির পায়ের শব্দ শুনতে পেয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।পরবর্তীতে টহলদল ৩ জন চোরাকারবারিকে তিনটি বস্তা নিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। উক্ত চোরাকারবারিদেরকে দেখা মাত্রই বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি অনুধাবন করা মাত্রই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল তাদেরকে থামানোর চেষ্টা করে। তখন চোরাকারবারিরা ভীতসন্ত্রস্ত হয়ে রাতের অন্ধকারে তাদের বহনকৃত বস্তাগুলো ফেলে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়।

তিনি বলেন, টহলদল উক্ত এলাকা তল্লাশি অভিযান পরিচালনা করে চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তার ভিতর হতে ১.০৫৫৮ কেজি ক্রিস্টাল মেথ আইস, দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৪২ ক্যান আন্দামান গোল্ড বিয়ার আটক করতে সক্ষম হয়। এ সময় কোনো পাচারকারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply