আখাউড়ায় ‘পৌষ মেলা’য় মানুষের ঢল

|

ঐতিহ্যবাহী পৌষ মেলায় মানুষের পদচারণা।

আখাউড়া প্রতিনিধি:

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা যুগ যুগ ধরে উদযাপিত হয়ে আসছে। মাঘ মাসের প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একাধিক স্থানে পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কালীবাড়ি ও মঠ খোলা এলাকায় বসে এই মেলা।

সরেজমিন গিয়ে দেখা যায়, শত শত দর্শনার্থীর ভিড়ে মিলনমেলায় পরিণত হয় মেলা আঙিনা। নারী, পুরুষ, বয়োবৃদ্ধ আর শিশু-কিশোরের কোলাহলে মুখর হয় মেলা প্রাঙ্গণ। গ্রামীণ জনপদের এই মেলায় জিলাপি, বাতাসা, মিষ্টির দোকানে ভিড় করতে দেখা যায় শিশুদের। চানাচুর, বাদাম বা পেঁয়াজু ভাজতে দেখা যায় দোকানীকে। মাটির তৈজষ, ফুলের গাছ, বাঁশ-বেতের পণ্যসহ রয়েছে বিভিন্ন খেলনার দোকান। মেলায় আসা ক্রেতারা কেনে তাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস।

প্রসঙ্গত, প্রতি বছর এই ‘পৌষ মেলা’ মাঘ মাসের প্রথম দিন অনুষ্ঠিত হয়। মেলা দেখতে দূর-দূরান্ত থেকে দল বেঁধে আসে অসাম্প্রদায়িক বাঙালি। মাঘ মাসের প্রথম দিনটি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ দিন হিসেবে স্থানীয়রা এই মেলা যুগ যুগ ধরে উৎসব মুখর পরিবেশে উদযাপন করে আসছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply